আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা -পলাশবাড়ী থেকে
"কানাকে হাইকোর্ট দেখানো" এই প্রবাদ বাক্যটির বহিঃপ্রকাশ ঘটিয়েছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তিনি ইউপি মেম্বারের বিরুদ্ধে আনীত বিধবা/বয়স্ক ভাতার টাকা আত্মসাতের ঘটনা নিজে তদন্ত না করে দূর্নীতির দোসর একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। উক্ত চেয়ারম্যান বিধবা/বয়স্ক ভাতার টাকা আত্মসাতকারী ইউপি মেম্বারের পক্ষ নিয়ে মিমাংসার নাটক সাজিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে উল্লেখিত বিধবা/বয়স্ক ভাতার কার্ডটি সুকৌশলে নিজের কব্জায় নেয়ার তিন সপ্তাহ অতিবাহিত হলেও রহস্যজনককারণে তদন্ত রিপোর্ট প্রদান না করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে এলাকায় নানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এলাকার সচেতনমহল।
অভিযোগে প্রকাশ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম কর্তৃক অত্র ওয়ার্ডের বিভিন্ন লোকের কাছ থেকে সরকারী বরাদ্দকৃত বিভিন্ন কার্ড করে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
এরই ধারাবাহিকতায় তালুকজামিরা গ্রামের মৃত খোকা ব্যাপারীর স্ত্রী তারামাই বেওয়ার নামে বয়স্ক/বিধবা ভাতার তালিকাভুক্ত করে দীর্ঘ ২ বছর থেকে ভূয়া স্বাক্ষরের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাত করে আসছিল।
সুত্রে প্রকাশ,গত ১০/০৬/২০১৮ ইং উল্লেখিত দুস্থ মহিলা 'তারামাই' এর কাছ থেকে বয়স্ক ভাতা করে দেবে বলে আইডি কার্ড নিয়ে যায়। আইডি কার্ড নিয়ে যাওয়া অবধি তারামাই বেওয়া উল্লেখিত মেম্বারের বাড়িতে দীর্ঘদিন যাবৎ ঘোরাফেরা করা সত্ত্বেও তার নামে বরাদ্দকৃত বয়স্ক ভাতার কার্ডটি দেয়নি। সম্প্রতি তারামাই বেওয়ার ছেলে তৈয়ব আলী লোক মারফত জানতে পারেন,তার মায়ের নামে একটা বয়স্ক ভাতার কার্ড প্রস্তুত হয়েছে। পরে উক্ত মেম্বারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে দূর্নীতিবাজ মেম্বার গত ২৮/০৪/২০২০ ইং তারিখে প্রতিবেশী মোখলেছুর রহমানের কাছে দুইটি পাতা ছেড়া অবস্থায় কার্ডটি তার মাকে দিতে বলে চলে যায়। যার কার্ড নং ৮০০৪, হিসাব নং ৭৯০/৭১২। এই বইতে জুলাই ২০১৮ হতে ভাতার টাকা প্রদানের নির্দেশ রয়েছে।
যেহেতু জুলাই/১৮ হতে ভাতা প্রদানের নির্দেশনা রয়েছে সেহেতু উক্ত তৈয়ব আলীর মা তারামাই বেওয়া অদ্যাবধি কোন প্রকার টাকা পায়নি। বইটি নিয়ে ব্যাংকে গেলে জানা যায়,দূর্নীতিবাজ মেম্বার শফিকুল ইসলাম তার সবকটি কোঠার টাকা উত্তোলন করে আত্মসাত করেছে ।
এ ব্যাপারে তারামাই এর ছেলে তৈয়ব আলী গত ৩০ এপ্রিল/২০২০ ইং তারিখে পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। কিন্তু পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসাইন নিজে তদন্ত না করে হরিনাথপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন কবির চৌধুরী রুশোকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
উল্লেখ্যঃ যে দূর্নীতির সাথে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আর দীর্ঘ ২ বছর যাবৎ ভূয়া স্বাক্ষরের মাধ্যমে যে কার্ডটির টাকা উল্লেখিত শফিকুল মেম্বার উত্তোলন করে আত্মসাত করে আসছিল, একজন চেয়ারম্যান হয়ে তার ইউনিয়নেরই একজন মেম্বারের পক্ষে সাফাই গাইবে এটাই স্বাভাবিক। কিন্তু উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসাইন চেয়ারম্যানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে "কানাকে হাইকোর্ট দেখানোর পূনরাবৃত্তি ঘটিয়েছেন।